বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ মহোদয় গত ২৫ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে পাবনা আগমন করেন। গত ২৬ সেপ্টেম্বর এবং আজ মহোদয় পাবনা জেলা ও দায়রা জজ আদালত, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল, স্পেশাল জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহোদয় পাবনায় কর্মরত বিচারক, আইনজীবী এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
